রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ:

জি-২০ এর সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে গতকাল শনিবার জি-২০ সম্মেলনের উদ্বোধনী দিনে নতুন সদস্য করা হয়েছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নকে (এইউ)।

বিবিসি জানায়, আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০-এর নতুন সদস্য হিসেবে এইউর আসন গ্রহণ করেন জোটের চেয়ারপারসন ও কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসৌমানি।

আফ্রিকাভিত্তিক জোট এইউর বর্তমান সদস্য দেশ ৫৫টি। জি-২০ জোটে এইউর এই অন্তর্ভুক্তিকে আগামী বছর জাতীয় নির্বাচনের মুখোমুখি হওয়া মোদির জন্য উল্লেখযোগ্য কূটনৈতিক বিজয় হিসেবে মনে করা হচ্ছে।

জি-২০ সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেয়ার আগে এইউপ্রধানকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে আলিঙ্গন করেন মোদি। পরে দেয়া বক্তব্যে মোদি বলেন, ‘জি-২০তে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দিতে ভারত প্রস্তাব করে। আমি মনে করি, এতে আমাদের সবার সম্মতি আছে।’

তিনি আরও বলেন, ‘সবার সম্মতি নিয়ে জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে আসন গ্রহণ করতে আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে অনুরোধ করছি।’ পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে আসন গ্রহণ করেন এইউর প্রধান আসৌমানি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category