
সাতক্ষীরা সদরের লাবসায় মা কোচিং সেন্টারের উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে লাবসা ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মনিরুল ইসলাম এবং বিশেষ অতিথি ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এমামুল এহসান নাহিদ। টুর্নামেন্টে অংশ নেয় দুটি দল রায়হান একাদশ (সবুজ দল) এবং আরেফিন একাদশ (লাল দল)।
খেলাটির প্রথমার্ধে উভয় দলই একটি করে গোল করে সমতায় থাকে। দ্বিতীয়ার্ধে গোল না হওয়ায় রেফারি খেলা টাইব্রেকারে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন। টাইব্রেকারে রায়হান একাদশ ৪টি গোল এবং আরেফিন একাদশ ২টি গোল করতে সক্ষম হয়।
শেষ পর্যন্ত রায়হান একাদশ (সবুজ দল) চ্যাম্পিয়ন এবং আরেফিন একাদশ (লাল দল) রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মো. আরিফুল ইসলাম রিপন। প্রধান রেফারি মো. আরিফুল ইসলাম, সহকারী রেফারি আবু হেলাল ও মে. শান্ত। খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, স্থানীয় দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি ছিলো অত্যন্ত উপভোগ্য।