প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে মাদক মামলায় ১জনসহ ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০আগস্ট রাতে পাঠানো জেলা পুলিশের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সাতক্ষীরা সদর থানায় ৫জন, কলারোয়া থানায় ১জন, তালা থানায় ০জন, কালিগঞ্জ থানায় ১জন, শ্যামনগর থানায় ৬জন, আশাশুনি থানায় ০জন, দেবহাটা থানায় ১জন এবং পাটকেলঘাটা থানায় ১জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১জনকে ১১ বোতল উইনসেরেক্স কাশি সিরাপসহ আটকের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।