
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবদলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই বিজ্ঞপ্তিতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোওমেন মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এদিকে, স্থানীয়ভাবে আলোচনায় আসা শফিকুল ইসলাম দুলুর বিরুদ্ধে শ্যামনগরের হরিনগরে অবস্থিত প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে দফায় দফায় লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এএম সাইদুর রহমান দাবি করেছেন, গত জুলাই মাসে চার দিনের ব্যবধানে তার খামারে হামলা ও লুটপাট চালানো হয়, যাতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার আগে দুলু তার কাছে কয়েক দফায় চাঁদা দাবি করেছিলেন।
অভিযোগ প্রসঙ্গে শফিকুল ইসলাম দুলু বলেন, “আমি কোনো চাঁদা দাবি করিনি। রাজনৈতিকভাবে ষড়যন্ত্র ও হেয় করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
দলীয় সূত্রে জানা যায়, এসব অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় যুবদল তাকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করে।