
মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার ০৯ অক্টোবর দুপুরে রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি এর সভাপতিত্বে দায়িত্বপূর্ণ রামগড় উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হেডম্যান ও কারবারীদের উপস্থিতিতে ব্যাটালিয়ন সদরে মাসিক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন।
এ সময়ে রামগড় জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার বর্তমান পরিস্থিতি সংক্রান্ত বিষয়াদিসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্ভুত যেকোন পরিস্থিতি সঠিক সময়ে বিজিবিকে অবহিত করা এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত ও যেকোনো গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।