
নড়াইলের রূপগঞ্জ বাজারের লক্ষ্মী ভান্ডারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নড়াইল সেলার ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয়।
আটক ব্যক্তিরা হলেন—মুশুড়িয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) এবং বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাস (২১)। তবে অভিযানের খবর পেয়ে দোকান মালিক পলাশ কুন্ডু পালিয়ে যায়।
তল্লাশিতে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯ ক্যান বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র এবং ৩টি হকিস্টিক উদ্ধার করা হয়। পরে জব্দ মালামালসহ আটক দুইজনকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে স্থানীয়দের অভিযোগ, পলাশ কুন্ডুর সঙ্গে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির গভীর সম্পর্ক রয়েছে।