ডেস্ক রিপোর্ট: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো নিরপেক্ষ ও সুন্দরভাবে ভোট আয়োজন করা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
কাদের সিদ্দিকী বলেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, এজন্য ব্যাপক সংস্কার জরুরি। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনির্বাচিত কারো হাতে এই দায়িত্ব দেওয়া উচিত নয় এবং জনগণও তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “যখনই নিশ্চিত হব যে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, আমি অবশ্যই সেই নির্বাচনে অংশ নেব।”
মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের, বিএনপির বা অন্য কোনো দলের মুক্তিযোদ্ধা নন— তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা। দেশের জন্য যুদ্ধ করেছেন, তাই তাদের পরিচয় হওয়া উচিত কেবলই বাংলাদেশের মুক্তিযোদ্ধা।