ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসলে ড. মুহাম্মদ ইউনূসের দল এবং প্র্যাক্টিকালি জামায়াতই এখন দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য তার উপদেষ্টা পদ স্থগিত করা হয়েছে।
ঢাকা প্রেসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। দেশের অর্থনীতি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াত প্রভাব বিস্তার করছে।”
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার জাতির প্রতি অপমান। তার বয়স ৮৭ বছর হয়েও তাকে আটক করা হয়েছে, যা অমানবিক বলে উল্লেখ করেন ফজলুর রহমান। তিনি অভিযোগ করেন, “যারা লতিফ সিদ্দিকীর মিটিং ভেঙে দিয়েছে তারা দেশের জন্য অকালপক্ব সিদ্ধান্ত নিয়েছে। বিএনপিকে দ্রুত বুঝতে হবে—দেশ স্বাধীনতাবিরোধী শক্তির দখলে চলে যাচ্ছে।”
বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়া প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, “আমি এখনো বিএনপিতেই আছি। তিন মাস পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে এ বিষয়ে দলের শক্ত অবস্থান নেওয়া জরুরি।”
ড. ইউনূসকে নিরপেক্ষ প্রমাণ করতে না পারার অভিযোগ করে তিনি বলেন, “তার সন্তানসুলভ কিছু ব্যক্তি ও এনসিপি নামে দলকে তিনি সুবিধা দিয়ে আসছেন। বাস্তবে জামায়াতই দেশের ব্যাংক, অর্থনীতি, শেয়ারবাজার ও প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।”