রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রীতি অনুযায়ী সরকারিভাবে বিদেশ সফর শেষে সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সেনাপ্রধান। সেখানে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
গত ২০ আগস্ট তিনি সরকারি সফরে চীন যান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন। সফরে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল শেন হুইসহ চীনা সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান। সেখানে আইনি ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের এসব সাক্ষাৎ নিয়ম ও রীতিমাফিক হয়েছে। বৈঠকগুলো সৌহার্দ্যমূলক
(অনলাইন ডেক্স রিপোর্ট )