
সাতক্ষীরার কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে এক মাদক সম্রাট।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেলে কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকাসহ আব্দুল মাজেদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তরকৃত মাজেদ কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সুন্দর আলী তরফদারের ছেলে।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ও ২৬(১) ধারায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে আসামিকে কালীগঞ্জ থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।