
<span;>জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসান শেষ বারের মতো খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওই টেস্ট ম্যাচের আগে বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছিলেন, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওই সংস্করণে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। আর অক্টোবরে বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন।
কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সাকিবের মনের সে আশা পূরণ হয়নি। সেই থেকে আর দেশেও ফেরা হয়নি সাবেক এ অধিনায়কের। মাঝে নানান ঘটনায় বাংলাদেশের জার্সিতে সাকিবকে আর কখনো দেখার সম্ভাবনাও দিনে দিনে কমতে থাকে
তবে এবার ভিন্ন কথা জানিয়েছেন সাকিব। সাবেক এ অধিনায়ক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নেওয়া অবসরের সিদ্ধান্ত বদলেছেন। সাকিব জানিয়েছেন, কোনো সংস্করণ থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি এবং জাতীয় দলের হয়ে তিন সংস্করণেই খেলতে চান। বিষয়টি এই প্রথমবার সবার সামনে বললেন বলেও জানিয়েছেন সাকিব।


