অনলাইন ডেক্স : খুলনার ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামের প্রধান শিক্ষক গণেশ মন্ডল (৫৫) আত্মহত্যা করেছেন। শনিবার গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবসায় ক্ষতি ও বিভিন্ন জায়গায় ঋণের কারণে মানসিক চাপে ছিলেন তিনি। সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও আর্থিক ক্ষতির শিকার হন। সব মিলিয়ে অতিরিক্ত ঋণগ্রস্থ হয়ে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন।
তার স্ত্রী জানান, শনিবার সকালে স্থানীয় একটি সমিতির কয়েকজন লোক ঋণের টাকা নিয়ে কথা বলতে আসেন। রাতে স্বাভাবিকভাবে খাবার খেয়ে ঘুমালেও মাঝরাতে গণেশ মন্ডল পাশের ঘরে গলায় ফাঁস দেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান শিক্ষক গণেশ মন্ডলের মৃত্যুতে স্থানীয় শিক্ষা মহলে শোক নেমে এসেছে। সহকর্মী শিক্ষকরা শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।