
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দ্রুত ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার ভয়াবহ কারবার। প্রতিদিন হাজারো তরুণ-যুবক এই জুয়ার নেশায় নিঃস্ব হয়ে পড়ছে। শুধু আর্থিক ক্ষতি নয়, এর প্রভাবে বাড়ছে অপরাধও। চুরি, ছিনতাই, ডাকাতি এমনকি কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বেড়ে যাচ্ছে।
অনুসন্ধানী তথ্যে জানা যায়, সাতক্ষীরার গ্রাম থেকে শহর—সব জায়গায় জুয়ার প্রসার ঘটেছে। চায়ের দোকান, সেলুন, হকার, রিকশাচালক, দিনমজুর—সব শ্রেণির মানুষই এ নেশায় আক্রান্ত হচ্ছে। কেউ সাময়িকভাবে কিছু অর্থ পেলেও অধিকাংশই নিঃস্ব হয়ে পরিবার-পরিজনের সামনে অসহায় হয়ে পড়ছে।
প্রতিবেদনে উঠে এসেছে, কালিগঞ্জ, শ্যামনগর, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, নলতা, মৌতলা, গাবুরা, মুন্সিগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে এ জুয়ার বিস্তার ঘটেছে। টাকা জোগাড়ের জন্য তরুণরা জোটবদ্ধ হয়ে কিশোর গ্যাং তৈরি করছে। তারা চেতনানাশক স্প্রে ব্যবহার করে ছিনতাই-ডাকাতি করছে, ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগীরা জানান, মোবাইলে অনলাইন জুয়ার নেশায় সর্বস্ব হারিয়ে তারা দেনার দায়ে পলাতক। কেউ কেউ ধার করে খেলায় অংশ নিয়ে এখন সর্বস্বান্ত।
সাতক্ষীরা নাগরিক কমিটির নেতা অধ্যাপক ইদ্রিস আলী বলেন, “অনলাইন জুয়া ভাইরাসের মতো অল্প বয়সী তরুণদের গ্রাস করছে। এর ফলে সমাজে অস্থিরতা বাড়ছে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।”