
সাতক্ষীরায় তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে জবর দখল চাঁদা দাবির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার (০১ সেপ্টম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিবের শেখ শরিফুজ্জামান সজিবের সিদ্ধান্তে দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম কে আগামী ০১ সেপ্টেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের যাবতীয় কর্মকাণ্ড সহ তার দলীয় পদ স্থগিত করা হলো। তাছাড়া দলের সকল নেতাকর্মীদের তার সঙ্গে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরআগে, তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও সেমাই কারখানায় তালা ঝুলিয়ে চাঁদা দাবির বিষয়টি প্রকাশ্যে আসে। শনিবার (৩০ আগস্ট) রফিকুল ইসলামের বিরুদ্ধে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত অভিযোগ দেন ছায়রা খাতুন ও তরুন কান্তি চক্রবর্তী নামের দুই ভুক্তভোগী। অভিযোগে উল্লেখ করা হয় তরুণ কান্তি চক্রবর্তী’র প্রায় ১৫ বিঘা জমি জবর দখল করে করেন স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম। তাছাড়া একই এলাকার ছায়রা খাতুনের ২২ শতক জমি জবর দখল করে নিয়েছে রফিকুল ইসলাম ও তার বাহিনী। গত ২২ আগস্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় শপিং ভ্যালী ফুড প্রোপাক্টস কতৃপক্ষ। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। সামগ্রিক অভিযোগেরর সু স্পষ্ট সত্যতা পাওয়ায় সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিত করেছেন।
এদিকে, পদ স্থগিত হওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দলের দায়িত্বশীল পদে থাকা একজন নেতার বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণ স্বেচ্ছাসেবক দলের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। শুধু পদ স্থগিত না দলীয় পদ থেকে বহিষ্কার করা উচিত বলে মনে করেন সচেতন মহল।
( অনলাইন ডেক্স )