
সাতক্ষীরা পোস্টঃ-
সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান স্পষ্টভাবে জানান, “হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”
এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এ সময় প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। গুলিটি তার মাথায় লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে গত ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কল কনফারেন্সে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্র বহন করছে।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন শরিফ ওসমান হাদি।

