
সাতক্ষীরা প্রতিনিধিঃ-
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই(নিঃ)/ সুমন মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১০/১২/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ১৫:৫০ ঘটিকার সময় অভিযান পরিচালনাকালে “ সাতক্ষীরা সদর থানাধীন নবাতকাটি সাকিনস্থ ভোমরা টাওয়ার মোড়ের জনৈক মোতালেব হোসেন এর কাঠের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর” থেকে আসামী ১। মোঃ মোঃ সাঈদ (৩২), পিতা- মোঃ রুহুল আমিন মোল্লা, সাং- লক্ষীদাড়ী, থানা ও জেলা- সাতক্ষীরার হেফাজত হইতে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

